দুর্নীতিই যখন নীতি,তখন কে ঘোচাবে অন্ধকার ?
রাজাই যখন খুনের খুনি, কে করবে গ্রেপ্তার ?
রাজার কাপড়ে রক্তের দাগ,যেন দগদগে প্রমাণ,
তবু অন্ধ আইন এত দিন পরেও পায়নি খুনির সন্ধান!
সাজিয়ে কেস নেমেছে রাজা, নিজেই নিজের বিরুদ্ধে,
হাস্যরসের এমন খোরাক দেখে পুলিশও আছে ধন্দে।
খুনটা তাহলে করল কে, মেয়েটা নিজেই নিজেকে ?
অনেক চেষ্টা হলো তবু তো বোঝানো গেল না মানুষকে।
সাজলো খুনি,নিজের বুদ্ধিতে বাঙালি তখন সি.আই.ডি,
ওই তো সঞ্জয়ের হেডফোন,পাশে তিলোত্তমার বডি।
প্রমাণ হলো সঞ্জয়ই খুনি, বিচার হলো তিলোত্তমার,
রাতারাতি দেহ গেল পুড়ে,ব্যাস দফারফা কেসটার।
কি সুন্দর না গল্পটা,মনে হলো না বাংলা সিরিয়াল ?
সিরিয়ালের শেষটা নির্মাতার হাতে,বাস্তবে রাজার চাল।
তবে, তুমি আর আমি বরাবরই দর্শক,গল্পে ঢুকে কাজ কী ?
রাজাকে আবার এই প্রজায় বসাবে,মনে পড়ে সন্দেশখালি ?