দুর্নীতিই যখন নীতি, কে ঘোচাবে অন্ধকার  ?
রাজাই যখন খুনের খুনি, কে করবে গ্রেপ্তার  ?
হাজার হাজার যোগ্য প্রার্থী বসে অনশনে,
রাজা তখন আঙ্গুর চেবায়, বসে সিংহাসনে।
এত এত কালো টাকা,যখন সাদার দাবি তোলে,
তোমার আমার কষ্টের উপার্জনও,চেনে সবাই খলে।
নেতা মন্ত্রী ব্যস্ত সবাই,দূর্নীতির নীতি স্থাপন করতে,
কুবের বাবা টাকা জমায়,অযোগ্যের যোগ্যতা তুলে ধরতে।
টাকা দিয়ে চাকরি পেয়েও, যাদের চাকরিটা আজ গেল,
রাজাই তাদের আশ্বাস দেয়,আমি তো আছি চিন্তা কী বলো।
এত কিছুর পরেও মানুষ সব ভুলে, রাখবে কি বিশ্বাস ?
বৃদ্ধ বাবার বেকার ছেলেটা,পাবে কি নিয়োগের আশ্বাস ?
নাকি রাস্তায় রাস্তায় ঘুরবে তারা, সেলসম্যান হয়ে ?
শিক্ষক যেখানে পরিচয় হতো,এখন পিঠে প্রোডাক্ট নিয়ে!
সমাজ দেবে ছুড়ে ফেলে,কাজটা সরকারি নয় তাই,
মেয়ের বাবাও হাত দেবে না, যদি না সরকারি চাকরি পায়।
টিউশন মাস্টার তো এখন ঝুড়ি-ঝুড়ি,ওতেই কত চালাই পেট,
তাতেও আবার দর-দাম হয়,সাতশো নাকি পাঁচশো,কত রেট ?
তাই শিক্ষিত বলে গর্ব করতে গিয়ে,করো না নিজেকে অপমান,
ছোটো লাগবে,যখন অশিক্ষিত আসনে বসে,তোমায় দেবে জ্ঞান।
এসব শুনে রাজা বলেন,সব ঠিক আছে,দুঃখ কীসের বলো ?
নিজের দৃষ্টিভঙ্গিটা পাল্টাও শুধু,চোখ বুজে চটি চেটে চলো।