তারা জানে না তোমার ঢাকা দেওয়া অতীতটাকে,
তারা জানে না, এত ভিড়েও,মানুষ কীভাবে একা থাকে!
তারা জানে না কার অপেক্ষাতে,আজও বসে আছো ?
তারা জানে না, সেই যে কবে তাকে ভুলতে ভুলেছ।
প্লাস্টিক হাসি আর ঠোঙায় মোড়া ভালোবাসা,আর সঙ্গে অগাধ প্রত্যাশা,
আমার এরম চাই ,ওরম চাই,যেন কাস্টোমার দোকানদারে কাছে আসা।
কত সফলতার মাঝে, তারা হেঁকেছে তোমার দর,
কাঙ্ক্ষিত কোনো উত্তর না থাকায়,পাল্টেছো গলার স্বর।
তারা জানে না,কত মানুষের তোমাকে নিয়ে কৌতূহল,
না না, তোমার ভালো থাকা নিয়ে নয়,তোমার কোন দল ?
রাজনীতি নয়, এ দল সফল আর ব্যর্থ মানুষের,
কিছুর সম্পত্তি ডলার এ, আর কিছু মনুষ্যত্বের।
এসবের মধ্যেও ,সব এরিয়ে কতদিন ফিরেছি হাসি মুখে!
কত রাত তাকিয়ে থেকেছি একদৃষ্টে,বিরামহীন চোখে।
সমাজের কাছে আমার অস্তিত্ব, শুধুই একটা প্রোডাক্ট,
কতটা;তাদের কাছে নয়, কাজে এসেছি এটাই ফ্যাক্ট।
কারণ তারা দেখেনি আমার বার বার ভেঙে পড়া,
শুধু দেখেছে,হাল ছেড়ে দিয়ে অদৃষ্টের পা ধরা।
আফসোস নেই তারা যেটুকু চেনে আমায়, যতটা পেরেছে বুঝতে,
দোষের কিছু নেই,তারা তাদের দাঁড়িপাল্লায় চেয়েছে আমায় মাপতে।
আমি জানি সুটকেস ভর্তি শূন্যতা, আর ঝোলায় ভরা অভিমান,
এটাই আমার পথের সঙ্গী,আর বাকিটা বেঁচে থাকার ভান।