একদিন হয়তো হবে তুমি অন্য কারো, আজ তো আমার থেকেও তুমি নেই,
আমার থেকেও একদিন কেউ রাখবে তোমাকে আগলে,হয়তো আমি পুরোনো আমিতেই।
সেদিন হয়তো তোমায় দেখাও হবে বারণ,অন্য কেউ দেখলেও থাকতে হবে চুপ,
এক অন্য তুমি চিন্তা করে, আবেগগুলো দুমরে- মুচড়ে, নেবে নতুন রূপ।
হয়তো তার স্পর্শ তোমার পবিত্র লাগবে, হয়তো ঘটাবে প্রেমের উদ্রেক,
হয়তো আমার জীবন থেকে স্মৃতিগুলো মুছতে মুছতে,বাঁচতে হবে ফেক।
তবে আমার মতো খুশিকে হবে, যদি থাকো তুমি আনন্দে,
যদি ওই হাত ভরসা যোগায়,তোমার মতো করে বাঁচতে দেয় ছন্দে।
নিশ্চয় সে, খুব শিক্ষিত,আমার মতো হয়তো অশিক্ষিত নয়,
নিশ্চয় তোমায় কেউ স্পর্শ করলে, আমার মতো করবে না তার ভয়।
জানি তোমার গাড়ি- বাড়ি থাকবে সবই, থাকবে রাণীর মতোই,
আমার তো একটা চাঁদরে শীত কাটে, ঠাণ্ডা পড়ুক যতই।
তুমি লোভী নও আমি জানি, তুমি শুধু ঠোকেছো আমার কাছে,
আমাকে কি কেও ভালোবাসে,ভালোবাসার মতো আদেও কোনো গুণ কি আছে ?
কোনো জন্মদিনে কিছুই দিতে পারিনি তোমায়, সেই অপদার্থতা আমার,
তবে তোমার জন্য কবিতা লিখতাম, জানি সেগুলো এমন কিছু তো নয় আর।
হয়তো সে তোমার জন্মদিনে কোনো বড়ো রেস্টুরেন্টে, বার্থডে পার্টি দেবে,
আমার মতো সকাল ৭টাই একটা কমদামী কেক, ট্রেনে করে, থোরাই নিয়ে যাবে।
চারিদিক সাজানো থাকবে, কত মানুষের ভিড়, ঘিরবে তোমায়,
আমি তো একা ছিলাম, মুখে বেলুন ফুলিয়ে,সেলিব্রেট করে ছিলাম রাস্তায়।
যাইহোক ,আমার স্পর্শ হয়তো এখন তোমার কাছে ঘেন্নার জায়গা নেবে,
আমি হাতটা ধরতে চাইলে,জানি তোমার আঙুলগুলো গুটিয়ে যাবে।
আজ হয়তো ওর সিগারেট ছোঁয়া ঠোঁটটা তোমার দিকে এগিয়ে এলে করবে না তোমার ভয়,
স্বাধীন তোমায়,রাত্রে যখন জোর করে চাইবে ছুঁতে,হয়তো বা সায় দেবে হৃদয়।
আশা রাখি, সেই মনের মানুষকে নিয়ে চলবে সারা জীবন,
পথিক আমি দেখবো আপনাদের,শুভাকাঙ্ক্ষী, নয় আপনজন।