মৃত্যুই যখন পরিচয় মোর, কেনই বা দিলে নাম,
চিতার পাশে শায়িত চিতা, জপে কৃষ্ণ-রাম।
বাঁচা মরার এমন খেলায়,সবাই খেলোয়াড়,
হারবে সবাই জানার পরেও,মানবে না কেউ হার।
সবাই হেথায় হারবে ঠিকই,পুরস্কার কিন্তু পাবে,
তবে সান্ত্বনা টুকুই জুটবে সবার,ওটাই নিতে হবে।
তুমি হও না কোটিপতি,লাশের দেশে ফকির,
চন্দন ফোঁটা,তুলসী আর সাদা চাদরই হবে নীড়।
চিতায় দেহ উঠবে যখন,শেষ চিৎকার হবে,
পোড়ার পড়ে যে যার ঘরে,তুমিও নাহি রবে।
সবাই যাবে একই দিকে, তোমার থেকে দূরে,
অচেনা রাস্তায়,চেনা ঠিকানায় উঠবে ঠিকই ভোরে।
বলবে সবাই মনটা আজি তীব্র ব্যাকুল,স্বজন হারানোয়,
এই সিনেমায় হয়তো ছিল তার এটুকু অংশই।