দেখা মিলল সেই ছেলেটার, যে বলেছিল, রাজা তোর কাপড় কোথায়?
আজ, তাকে পেয়ে আশায় বেঁধেছে বুক,হঠাৎ তখন ঘুম ভেঙে যায়।
চোখ খুলে দেখি আর কেউ নয়,আমার মনগড়া গঙ্গোপাধ্যায়,
কাল ছিল চরম সতেজ, আজ আইনি জটিলতায় দেখাচ্ছে নিরুপায়।
সে সমাজের পথপ্রদর্শক,অন্ধ আইন তাকে পঙ্গু করেছে তাই,
এতদিন সে দুর্বলের বল ছিল, আজ তার জন্যই জাস্টিস চাই।
নিপীড়িত মানুষের আওয়াজ সে,চেয়েছে সমাজকে শিশুর বাস যোগ্য করতে,
রাজার সিংহাসন এখন চরম সংকটে,তাই আবার ছেলেটাকে চাই হারাতে।
আরে মূর্খ, যতই করবি আঘাত,যতই চাইবি ভাঙতে
রক্তের বীজ যেখানে পড়বে,উত্তর চাইবে জানতে,
"রাজা ,তোর কাপড় কোথায় ?"