রাজা আজ কয়, রেপ কেনো হয়, আমার তো নেই জানা,
প্রজা খোঁজে শুধু এই রাজ্যেই, তাই মিলছে না হিসেব খানা।
যখন জানবে রেপ হয়েছে, ইউপিতে চলে যাবে,
আমার রাজ্য দিব্যি আছে,এসব তো মাঝে মধ্যে হবে।
আরে ধর্ষণ হয়েছে,হবে;আমি কী করব তাতে ?
এত এত সিসিটিভি, তাও পড়ছে না ধরা পুলিশের হাতে!
তুমি যদি চাও, নিজে ধরে দাও, আপত্তি নেই কোনো,
শুধু মনে রেখো, কিছু হলে বাপু, আমাকে না আর চেনো।
তবে এই প্রতিবাদে আমিও আছি,উই ওয়াণ্ট জাস্টিস,
তবে, আমি জানি হাজার টাকাটা দু হাজার হলেই,
বিপ্লব হবে ভ্যানিস।
রাজামশাই একটা প্রশ্ন আছে,আপনি মিছিল করবেন ?
মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না,যদি একটু ভেঙে বলেন ।
আরে পাগল, এই জন্যই তো আমি রাজা,তুমি প্রজা,
তাই অতো বুঝে কাজ নেই, শুধু সঞ্জয়কে দাও সাজা।
ব্যাস, তাহলেই সঠিক বিচার হবে, সব মোমবাতি নিভে যাবে,
রাজ্যবাসী এতেই খুশি,দুদিন বাদে ঠিক সবটা ভুলে যাবে।
বাংলার মানুষ ভিক্ষায় চাই, তাই আমি দশ লাখ বলেছি,
যদি দর হাঁকে ভেবে দেখব, শুধু কেসটা চাপতে বলেছি।
বুঝেছি রাজা মশাই;তাহলে ভাঙচুরটা ওরা করল কেন ?
মদের নেশায়,তবে পুলিশকে বলেছি কয়েকটা বাক্রা খুঁজে আনো।
আর প্রশ্ন নয়; যা বললাম ঠিক ভাবে লিখবে,তবে পাবে বিজ্ঞাপন
স্ক্রিপ্টের বাইরে যদি কিছু লিখেছো,তবে,যেতেও পারে জীবন।
না না রাজামশাই আপনি যা চান, তাই হবে।
চতুর্থ স্তম্ভ কবে চোখ বুজেছে,আজ খুলে কী হবে ?
দেখো তোমাকে একটা কথা বলি,রাজা যা চাই ,তাই ই হয়,
তোমরা ভাবছো মিটিং,মিছিল করে ভয়কে করবে জয়!
ওরা জানে না, এসবে কিছু হয় না, অযথা সময় নষ্ট ছাড়া,
ভোটের আগে ঠিক রেপশ্রীটা দেব,আর কয়েকটা দিন দাড়া।
বাংলার মানুষ শুধু নিজের সুবিধা বোঝে,আমার কী দোষ এতে,
মনুষ্যত্ব বিবেক তো কবেই হারিয়েছে,মজেছে ডিম ভাতে।