বন্ধুরা সব চলতে শিখেছে,আমি এখনও দাড়াতেই পারিনি,
স্বপ্ন দেখেছি একসঙ্গে,কিন্তু পূর্ণতা, দরজা অবধি পৌঁছায়নি।
চরাই উৎরাই রাস্তায়, এতদিন সবাই দিয়েছিল সঙ্গ,
ক্রমশ যেন হচ্ছি একা;ভয়,দেব না তো রণে ভঙ্গ ?
রাত্রি এখন চরম দীর্ঘ,অন্ধকারও হয়েছে আরও গাঢ়,
যারা আগে সাথে ছিল,মানসিক ভাবে দূরে যাচ্ছে আরো।
জানি তারা এগিয়ে গেছে,তবু মন বলছে পিছিয়েছি আমি,
এমন দোটানায়,কর্মে আরও দৃঢ় হবো,না ব্যর্থতা হবে দামি ?
ভাগ্যকে কি দেব দোষ,না অন্যের সফলতায় করব আফসোস ?
নাকি নিজের পথটাই বদলে ফেলে মনকে বলব,তুই চুপচাপ বস ?
জানি না,চিন্তার চাদর থেকে কবে যে মুক্তি পাব ?
কবে আপন তেজে আপন বেগে,আগের মতো দৌড়াবো ?
যখন প্রতিকূলতাগুলো ধরেছে চেপে,ঘিরেছে তীব্র বিষাদে,
ঠিক তখনই,মায়ের হাতটা পড়ল মাথায়,বাবার হাতটা কাঁধে।
চিন্তা কিসের ,আজ হচ্ছে না, কাল তো তোর দিন হবেই,
আমরা এখনও ছাড়িনি আশা,ছেলে লক্ষ্যে পৌঁছাবেই।
ব্যর্থতা তোমায় ব্যথিত করুক,শুধু ভেঙে পড়াটা অন্যায়,
আপন তেজে জ্বলছে সূর্য,পৃথিবীরও তো বিশ্রাম নেই।
আমি পারব তখনই,যখন অনবরত বলবো "আমি পারব"
অমাবস্যার আকাশে চাঁদ নেই বলে কি,চাঁদ দেখার আশা ছাড়ব ?
চাঁদ তো আকাশেই ছিল,ছিল না শুধু তেজটা ওর,
কালকে আবার ফিরবে ফর্মে,রাত্রিটা হবে আবার তোর।