এই রাজা, পাপোশে পা না ঘোষে তুই, ঘরে কিভাবে ঢুকিস ?
দেখ তোর পায়ে কত রক্ত লেগে,তুই পা টা কোথায় মুছেছিস?
এ রক্তের দাগ যাবে কোথায় ? সফেদও হবে শেষ,
নিরীহের বুকে পা দিয়ে তুই, রাজ্য চালাস তো বেশ!
লাশের ওপর লাশ সাজিয়ে, গড়েছিস প্রাসাদ খানা,
কত স্বপ্ন আজ ভেঙেছে জানিস ? হিসেবটা নেই জানা!
নির্ভয়া হোক, হোক তিলোতমা; কত দেহ কিনলি কততে ?
হিসেব চাইলে, আদিম যুগের তুলনা টেনে প্রলেপ দিস ক্ষতে!
প্রশ্ন করলে জেলে ভরিস,পরে লাথি খেয়ে উচ্চ আদালতে!
লজ্জা নেই,মানুষের ট্যাক্সের টাকায় এভাবে আয়েশ করতে!
তবে আচ্ছা বটে পারিষদ তোর,ভীষণ ভাবেই প্রভু ভক্ত!
এমন কুকুরও আছে যে মনিবের কথায় খাবে মায়ের রক্ত!
বেতনের সাথে ভালোই বক্সিস দিস,না হলে এত লেজ কে নাড়ায় ?
এক চোখেতে ঠুলি পড়ে, আরেক চোখে তিলোত্তমার বিচার চাই!
তবে এও জানি, অনেক শকুন ভিড় করেছে,মাংসের টুকরো খেতে,
তারা চাই সুযোগ বুঝে,ভিড়ে লুকিয়ে,মাছের তেলে মাছ ভাজতে।
তবে,তোকে সরানো আমার উদ্দেশ্যে নয়,শুনে রাখ কান খুলে,
শুধু ওই চেয়ারের চিন্তাধারা,দমন পীড়নের উচ্ছেদ চাই সমূলে।