আমি এমন মানুষ চাই,
যে মনের কোণের ময়লাটাকেও আপন করে নেয়।
শাসন- বাঁধন আগলে রেখে,
হাতটা ধরে, আবেগ মেখে,
বলবে আমায়,
একসাথে ,কি এভাবেই বাঁচা যায় ?
হোক না যতই মনের অমিল,
ভেঙে পড়ায় হব সামিল,
ডাল-ভাতেতেও সাহস যোগায়,
মটন নাহি চাই।
বলুক যে যাই আঘাত দিয়ে,
থাকবে তবু বিশ্বাস নিয়ে।
দিনের শেষে কাঁদলে না হয়,
বক্ষ মাঝে দেব আশ্রয়।
সাহস দেব পাশে থাকার,
বাহুডোরে লজ্জা ঢাকার,
সহন করে সকল প্রলয়,
করব, হৃদয় জয়।