শান্তিও হবে তীব্র বিষাদের, কুরে-কুরে খাবে কর্তব্যবোধ,
যদি অন্যায়কে প্রশ্রয় দিয়ে শান্তির খোঁজে,বুঝেও হই নির্বোধ।
তাই প্রতিবাদ আমি করবই আবার,পাপ-পুণ্যের বিচার নয়,
অতীতের চুপ থাকার সহনশক্তি,কাটিয়ে উঠবে সকল ভয়।
কলির কালি মেখে তারা,যতই সত্যকে করুক আবরণ,
সেদিন নেইকো দূরে;সকল খলের,সকল ছলের হবেই বস্ত্রহরণ।
প্রতিবাদের ঢেউ উপচে পড়বে,ক্ষমতার দম্ভ ভাঙবে তার,
হাতের কলমও অস্ত্র হবে, নিশ্চিত হবে রাজার হার।