ছোট্টো আমি-র কত আবদার, কত কী যে কেনার বাহার,
ওটা চাই, এটা চাই, কোনোটাতেই না নেই;অবস্থা বুঝিনি বাবার।
পুজোতে নিজের জন্য না হলেও, আমাদের চারদিনে চারটে জামা চাই,
আজ যখন নিজের জামাটা মলে কিনি, একবার দেখি না বাবার আছে কি নাই।
সেই ছোট্টো আমি কাঁদলে পরে,কত চেষ্টা আমাকে থামাবার,
আজ বাবার এক ফোঁটা চোখের জল মুছিয়ে দেওয়ার সময় নেই আমার।
বন্ধুদের খেলনা দেখে,প্রায়ই কাঁদতে কাঁদতে বাবা ওটা আমার চাই,
সব শুনে একটু বকলেও,অফিস থেকে ফেরার সময় ঠিক আনত ওটাই।
আজ বাবা যখন বিছানাগত তার নেই যখন কিছু চাওয়ার ,
শুধু একটু সময়, শুধু একটু কথা থাকে না কি দেওয়ার ?
ছোটোতে মুখ ফুটে সব চেয়েছি,বাবাই তো আহ্লাদের আধার,
আজ একটা ছেঁড়া গেঞ্জিতেই বছর কাটল, খোঁজ নিলাম না একবার।
আজকে একটু তাড়াতাড়ি ফিরিস,উদয়ের বাড়ি যাব,একটু নামিয়ে দিস আমায়,
বিট্টুর টিউশন আছে,টোটো করে যেও,আমার অতো সময় নাই।
একটা সাইকেল দুই ভাইকে সামনে পিছনে বসিয়ে, সেই বিকেলে ঘোরা,
আজ সেই সাইকেলের দুটো চাকায় যে অকেজো, তাই হয়েছে খোঁড়া।
আসলে বয়স হয়েছে বাবার, এখন তো ভুলভাল বকবেই,অতো ভাবলে হয়,
ছোট্টো আমি যদি এই অবহেলায় থাকতাম,হয়তো অস্বীকার করতাম বাবা ডাকটাই।