তোমার মনের আর এক নাম সুগন্ধা,
কোমল ফুলের দৃপ্ত পাহাড় অযোধ্যা...
মনের মলাট দুমড়ে গেছে একটু আজ ,
খানিকটা রাগ, বাকিটুকু মনের সাজ..
চোখের জলে ভিজলো বলে তোমার গাল,
ঐ তো তোমার কঠোর মনের অন্তরাল ...
তোমার ঠোঁটের একটু হাসি শীতের রেষ,
ফুলের পরাগ , যাচ্ছে ছুটে অন্য দেশ...
তোমার মুখে হঠাত দেখি কিসের ভাঁজ,
চোখের আবেগ ,সাথে যেন একটু লাজ...
ফুলের থেকে সৃষ্ট হলো গন্ধরা,
দেখি আসল ,নয় তো হিসেব মনগড়া
মনের চোখে মুক্তি টুকু চাইলে যে...
এই আলোতেও মেঘ করেছে পিলসুজে...
তোমার মনের কপাট খানি খুললে যেই...
ইচ্ছে আশা, ভালবাসা, মিষ্টি সেই...
সুবাস সে তো বিস্তৃত, নয় আবদ্ধা..
তাই তো তোমার নাম রেখেছি সুগন্ধা....