চুপ চুপ চুপ মুখটি ফেরাও,
বিষয়টিকে আবার এড়াও..
অস্থিরতায় সংশ​য়ে চোখ ফেলো না...

সেই সানি টু এই জাপানী,
নিষেধাজ্ঞার বস্তু খানি,
জনস্রোতে প্রকাশ্যে মুখ খুলো না...

অন্ধকারে রাত্রিবেলায় ,
সবাই যখন শয্যা এলায়,
অলক্ষ্যতে একলা মনে মুদ্রা প্রসার...

নেই নেই নেই সমস্যা তো,
অলীক ন​য়, শিল্প সে তো,
তটস্থ মন, গোপনতার হীন কারবার ...

আর কতদিন চলবে এমন?
লজ্জা কিসের?কিসের গোপন?
আর কতদিন চলবে লোকের স্তব্ধতা?

এ যুগেতেও ভাঁড়ার ঘরে,
সংকোচেরা বসত করে,
আর কতদিন থাকবে ট্যাবু যৌনতা??