চুপ চুপ চুপ মুখটি ফেরাও,
বিষয়টিকে আবার এড়াও..
অস্থিরতায় সংশয়ে চোখ ফেলো না...
সেই সানি টু এই জাপানী,
নিষেধাজ্ঞার বস্তু খানি,
জনস্রোতে প্রকাশ্যে মুখ খুলো না...
অন্ধকারে রাত্রিবেলায় ,
সবাই যখন শয্যা এলায়,
অলক্ষ্যতে একলা মনে মুদ্রা প্রসার...
নেই নেই নেই সমস্যা তো,
অলীক নয়, শিল্প সে তো,
তটস্থ মন, গোপনতার হীন কারবার ...
আর কতদিন চলবে এমন?
লজ্জা কিসের?কিসের গোপন?
আর কতদিন চলবে লোকের স্তব্ধতা?
এ যুগেতেও ভাঁড়ার ঘরে,
সংকোচেরা বসত করে,
আর কতদিন থাকবে ট্যাবু যৌনতা??