তুই কি আমার মনের মত হলি?
আউড়ে গেলি মুখে শেখানো বুলি,
তুই তো তোর সীমানায় নত
যেখানে আমার বেদনাভরা ক্ষত ...


তুই কি আমার আবছা মনের ছবি?
আবছা কেন ? স্পষ্ট কবে হবি?
তুই তো থাকিস নীল আকাশের পাশে,
যেখানে কেবল মেঘেরা ফিরে আসে ।


তুই তো মনের উষ্ণ দমকা হাওয়া,
হঠাত্ করে মনেই হারিয়ে যাওয়া,
উষ্ণ শীতল সম্পর্কের সময় ,
সত্যি মিথ্যে করিস অভিনয় ...


তুই কি আমার একলা মনের সূচক,
একটু শূণ্য , বাকিটা পরিপূরক,
একক মনন নিঃস্ব মনের স্তরে
তুই কি ফিরবি আবার মনের ঘরে?


তুই তো আমার হারানো মনের তীরে,
থাকিস রাঙা প্রেমের অন্তনীড়ে,
হাতে তুলি, মনেতে মায়াবী,
কবে যে তুই মনের মত হবি?