বন্ধু তোর জন্য দাড়িয়ে থাকতে পারি
বড় রাস্তার মাঝখানে !
তোর জন্য আনতে পারি
গোলাপ ভরা বাগান তুলে ।
অভিমান আর অভিযোগে সময় করেছ ভারি ?
আমার ভালবাসায় নেই তোর ভক্তি ?
কষ্টগুলো আমার এলোমেলো
যায়না দেখা যায়না ছোঁয়া
মন ভাঙ্গে অবিরত ।
ফুটপাথ ধরে অনেক হেটেছি
আজকের মতো নয় ।
শরীর জুরে ক্লান্তি আসেনা
নাই বাড়ি ফিরার তারা !
বুকের ভিতর শোকের মাতম
চোখের মাঝে নোনা জলের খেলা।
সামনের পথটা অজানা
তবুও পথ চলা থামেনা ।
মরনের খবর আসে কানে
আমার আনন্দ ভরা কণ্ঠ
চলে যাব সবকিছুর উর্ধে ।
বন্ধু যাবার বেলায় বিদায়
ভালথাকিস তুই নিজেকে নিয়ে
খুজে দেখিস পাবি
আমার নাবলা কথার মাঝে...।
যা বলা হয়নি তোর হাতটি ধরে
ভালবাসি তোরে...
ভিশন ভালবাসিরে...।