অবশেষে বুঝিয়া পাইলাম
কোথাও কেউ নাই।
আছে শুধু........
রঙ্গিন মোড়কে শূন্য জীবন আর
স্বপ্ন ভঙ্গের দীর্ঘ মিছিল।
আপন আপন ভাবি জারে
সে তো আপন নয় ।
সময়ের ব্যবধানে পর আপন হয় ।
জীবনের সাথে জীবনের দূরত্ব বারে
জীবনের মরন হয়, মরনেরও আগে।
বাঁচার কত স্বাদ ছিল
কত-কত সুপ্ত বায়না মনের ভিতর
ইচ্ছে র ডানায় ভর করে জীবন দিব পারি।
জীবনের হিসাব মিলা বড় দায়।
সব হারিয়ে নিঃস্ব জীবন
কালের গহ্বরে হারিয়েছি সব ।
ভাঙ্গা ডানায় জীবন ঝাঁটায়
মরিবার আগে মরন হয়
জীবনের শোকে।
মনের মত জীবন টা
কোথাও নেই পূর্ণতা ।
মনের ভাঙ্গনে পরান কাঁদে
জীবন রাখা দায় ।
চারপাশে করুন সুর বাজে
অসময়ে র অট্টহাসি তে জীবন পালায়
জীবন-মরণের সন্ধিক্ষণ
সময়ের আগে হয় সহ-মরন ।