আঁধারে রাতকে সুন্দর লাগে
তুমি রাত দেখেছো ?
দেখেছ কি তার সুন্দরয্য ?
ও তুমি ত কর্পোরেট
তোমার রাত –দিন একাকার
ব্যস্ততা তোমাকে দেয় না অবসর ।
প্রতি টা রাতের সুন্দরয্য আলাদা
রাত আছে বলেই চাঁদ সুন্দর ।
তোমার পছন্দ কি ?
লাল-নিল আলোয় ঝলসে যাওয়া রাত ।
অন্ধকার ভয় পাও তুমি ?
ভিতু র ডিম একটা !
রাত বিলিন হয় রবির কিরণে ।
যেমন নদী বিলিন হয় সাগরে ।
তুমি যান রাতের রানী কে ?
রাতের রানী পূর্ণিমা ।
তুমি যান...?
পূর্ণিমায় রাতের বিয়ে হয় চাঁদের সাথে !
পূর্ণিমার আলোয় রাতের সর্বনাশা উৎসব ।
জলছে নিবছে জুনাকি
ঝিঁঝিঁ পোকা বাঁজায় বাঁশি
মি দু মন্দ বাতাসে রাতের গাঁয়ে চাঁদের ছাপ ।
রাত হয় চাঁদনী রাত ।