প্রিয় স্বাধীনতা , তুমি এসেছিলে ।
গাঁয়ের মেঠো ধরে
শহরের প্রাণ কেন্দ্রে
রক্তাক্ত  রাজ পথ দিয়ে ।
প্রিয় স্বাধীনতা , তুমি এসেছিলে ।
হাওয়ায় উড়ে পাখির মত
শঙ্খচিল কিংবা শালিকের বেশে ।
প্রিয় স্বাধীনতা , তুমি এসেছিলে ।
জলে ভাসা রাঙ্গা পদ্য
হিমালয় পার ঘেঁসে
অসংখ্য নদী পার হয়ে
পদ্মার মাঝে ।
প্রিয় স্বাধীনতা , তুমি এসেছিলে ।
কাল বৈশাখী ঝড় হয়ে
যুবক যুবতির মত ক্ষিপ্ত
নতুন দিনের বার্তা নিয়ে ।
প্রিয় স্বাধীনতা , তুমি এসেছিলে ।
ধ্বস স্তূপ এর মাঝে
সর্বহারা মানুষের কাছে
স্বর্গের বার্তা নিয়ে ।
প্রিয় স্বাধীনতা , তুমি এসেছিলে ।
বীরাঙ্গনার কুল জুড়ে যুদ্ধ শিশু
চোখ মুখে তার মলিন হাসি ।
প্রিয় স্বাধীনতা , তুমি এসেছিলে ।
লাল সবুজের পতাকা হয়ে
এই বাংলায় ।