মানুষ ই পারে...
খাদ্য বেচে বন্ধুক কিনতে ।
মানুষ ই পারে...
গোলাপ ফেলে গোলাবারুদ তুলে নিতে।
মানুষ ই পারে...
অভুক্ত শিশুর কান্না চাপা দিয়ে
ট্যাংকের শব্দে আকাশ-বাতাস ভারি করতে।
মানুষ ই পারে...
সুখের বাসভূমি কে নরক করে দিতে
আচমকা ক্ষিপ্ত মিসাইলের আঘাতে ।
মানুষ ই পারে...
খাদ্যে বিষ মিশিয়ে
ব্যবসার নামে মানুষ হত্যা করতে ।
মানুষ ই পারে...
নিঃশ্বাসের বিশ্বাসে বিষাক্ত নিকোটিন
আর কাল ধোঁয়ায় নিঃশ্বাস ভারি করেতে ।
মানুষ ই পারে...
আপন ভুলে স্রষ্টার সাথে বিরোধ করতে ।
সিমালঙ্গন কারি আর অতি ভক্তি
দুজনেই সমান পাপি ।
মানুষ ই পারে...
মানুষ হয়ে মানুষ হত্যার আয়োজন সম্পন্ন করতে
পশু,শয়তান লজ্জায় মুখ ঢাকে ।