নির্জন রাস্তা একা বিষন্য
পথ টা কিছু দূর যেতে ই
দু দিকে গেছে বেঁকে ।
হয়তো আবার কোথাও মিশে গেছে ।
মিশে যাও মানে ই বন্ধুত্ব নয়
আবার শত্রু হবে তাও বলছি না ।
পথ চলতে চলতে দেখা দেখি
কোন একদিন হয়ে যাবে বন্ধু ।
আবার বিচ্ছেদ হবে দুই দিকে যাবে বেকে …
এই রাস্তা টা জন্ম থেকেই কি নির্জন ?
পথিকের সমাগম নাহলে রাস্তা হয় না
সব পথিক এখন অন্য পথে হাটে
তাই হয়তো রাস্তা টা নির্জন
রাস্তার কুকুরটা ও ভুকাপ্যেটা
অন্ধকার রাস্তায় অলস সময় কাটে
মাঝে মাঝে হাঁক দিয়ে নির্জনতার ঘুম ভাঙায় ।
নির্জনতা রাস্তাটার নতুন নাম
নতুন নামে তাকে বেশ মানিয়েছে
এখন আরো বেশি নির্জন লাগে
গাঁ ছম ছম করা নির্জনতা ।
নামে কি আসে যায়
আবার হয়তো……
পথিকের কোলাহলে মুখরিত হবে
সময়ের পালাবদলে ।