আমরা স্বদেশী !
কালের নাট্য মঞ্চে দেশপ্রেমিক এক চরিত্র !
নিজ স্বার্থরক্ষা অভিনয় টা মুখ্য !
আমি এক দেশপ্রেমিক ভণ্ড !
ধর্ষিতার বিলাপে ভারী বাতাস
অনাহারী শিশুর করুন চাহনি
বেকারের অভিশপ্ত জীবন !
সবই পত্রিকার বারতি কারতি !
ধনীর বাড়ির দেয়াল ছবি আর
উজ্জ্বল হিম ঘরের হাঁসির খুরাক !
ছোটলোক, ছোটলোক বলে অট্যহাশি !
স্বদেশ ধর্ষিত হয় ভদ্রপ্ললিতে !
সংরক্ষিত হিম ঘরে !
সাম্যের গলাবাজি আর ভালরাখার আশ্বাস
না বুঝে ধর্ম, বুনে যাই ধর্ম গুরু
আমরা দেশপ্রেমিক প্রগতিশিল মৈালবাদী!
স্বদেশ ধর্ষিত হয় রাজনৈতিক মঞ্চে
শ্লোগানে-শ্লোগানে মিথ্যে আশ্বাসে !
রেললাইনের ধারে ভাতের অভাব,
ঘরের ভিতর চলে শরির বেচাকিনী !
স্বদেশ পথ হারায় অভাবে !
কানা গলির মুখে কানা মিয়াঁর ভিক্ষার ব্যাবসা !
শুনেছি মিয়াঁসাব নাকি মুক্তিযোদ্ধা ?
এসবই ধনীর বাড়ির বিকেল বিনোদন
ব্লাক কফি আর সবুজ চায়ের মত !
আমার বয়স কত ?
পঁচিশ ত্রিশ বা তারোবেশী !
“একাত্তর এর দিনগুলি”আর “মুক্তির গান”
আমার যুবক মনে আগুন জালে
৭১ দেখিনি তবুও বুকের কোনে দারুন ক্ষত
গোটা গোটা রক্ত ঝরে অবিরত !
খুদিরাম থেকে বঙ্গবন্ধু
আমরা সব জানি !
জানিনা কিভাবে মিলবে মুক্তি !
ক্ষমা কর শহিদ জননী !
আমরা পথ ভ্রষ্ট পাপি !
পথের খুজে পথ হারিয়েছি বার বার...।
তবুও আশায় বুকবাধি মিলবে মুক্তি ।
চাই গনতন্তের মুক্তি...!!
গণমানুষের মুক্তি ...!!!
......শেষ......
রচনা কাল ১৬ই ডিসেম্বর ২০১৩