ভাঙ্গা মন ডানা ঝাঁপটায়
বন্ধ ঘরের ইটের দেয়ালে ।
দরজা বন্ধ ,জানালা বন্ধ
জীবন যেন থেমে গেছে
অচিনপুরের অচিন রাস্তায়
লাল বাতির ইশারায়…।
বন্ধু তর জন্য কত-কত পথ হেঁটেছি
কতনা স্বপ্ন দেখেছি...।
ভাবনার সাগরে গাঁ ভাসিয়াছি
থাকব জীবন ভর পাশা-পাশি ।
বুঝতে পারিনি ভুল !
সব ভুলে তোকে চেয়েছি ।
তুইত অনন্য কার
আমার কেন হবি ...?
জানালার ওপাশে বিশাল আঁকাস
কখনও মেঘ কখনও রদ্ধুর
দুচোখ শুধু দেখে যায় ।
দীর্ঘ শ্বাসে নিঃশ্বাস ভারি
বুঝতে পারিনি ভুল
সব ভুলে তোকে চেয়েছি ।
তুইত অনন্য কার
আমার কেন হবি ...?
তোকে ভালবেসে আজ সব কবি বিরহী
তোকে ভালবাসা ভুলছিল মানতে পারিনি
তাই আমি আজ দেবদাস
তুই অনন্য কার ঘরণী ।
আবেগের জুয়া খেলায়
তুই ভূ-পত্নী ,আমি ছন্নছাড়ার...
বুঝতে পারিনি ভুল
সব ভুলে তোকে চেয়েছি ।
তুইত অনন্য কার
আমার কেন হবি ...?
ছবির হাট থেকে অপরাজেয় বাংলা
চারুকলা থেকে হাকিম চত্বর
ফুটপাথ ঘেঁষা টংদুকান
ধুয়াওঠা চায়ের চাপ...
সব তর অপেক্ষায় ...।
দোকানি মামার আদুরী ডাক
একলা ক্যন ‘মামা’
মামি কই...?
উত্তর হীন বিদায়...
নিষ্পাপ চায়ের কাপ একা বিষন্য ।
আজ আমি দুরের মানুষ ,
তোর পাশে অন্য কাউ হাটে...।
বুঝতে পারিনি ভুল
সব ভুলে তোকে চেয়েছি ।
তুইত অনন্য কার
আমার কেন হবি ...?
বর্ষার জলে রাজ হাঁসের জলকেলি
দেখতে লাগে ভাল ,প্রেম ভরা বুকে
বিরহী মনে আজ সব পাগলামি
একি দৃশ্য বদলে যায় মানে
বুঝতে পারিনি ভুল
সব ভুলে তোকে চেয়েছি ।
তুইত অনন্য কার
আমার কেন হবি ...?