এত্ত বাড়ি কত্ত গাড়ি
আমার বাড়ি কই ?
শহর জুড়ে স্বপ্ন উড়ে
মিথ্যে আশ্বাসে স্বপ্ন ধুসর
জীবন চলে স্বপ্নের খুঁজে।
পেটের ভিতর ইঁদুর দোর
রাত্রি দিন উপবাস যায় ।
কতটা অন্য হলে...
আজন্ম ক্ষুধা মিটবে ?
দেনার দায় ক্রস লাইনে মাথা
কতটা অর্থ হলে শান্তি মিলবে ?
এমন অভাগা দেশে
স্বার্থের কাছে সব মলিন ।
অপমানে অপবাদে জীবন সংক্রিন
সব হাবাতের দল মিডেল ক্লাস
সন্তান মানুষ করার মুরদ নাই
চ্যনেল ঘুরায় মনের আনন্দে
আহ কি আনন্দ আকাশে বাতাসে ।