কি অদ্ভুত তোমার ভুলো মন
ভুলে যাও তোমারি সৃষ্টির রহস্য।
এ তোমার স্বেচ্ছাচারিতা
নিজের সাথে নিজের।
ভুলের অজুহাতে ভুল করা
তোমার উদাস মনের অভ্যাস।
তোমার লজ্জাহীন মস্তক
শিকার করতে চায়না
তোমার সৃষ্টির রহস্য
সামান্য এক বিন্দু পানি থেকে
মমতা ময়ি মায়ের উদরে
দশ মাস দশদিন গর্ভে ধারণ ।
সিমাহিন পোসব বেদনার পর
তোমার প্রথম ভুবন দেখা।
অথচ তুমার শরীর ও মন জুরে বাসা বাধে
অহংকার আর দাম্ভিকতা র মরীচিকা ।
ভুলে যাও তুমি
তুমি ই স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি ।
ভুলে যাও তুমি
প্রিয়জনের প্রয়োজন।
ভুলে যাও তুমি
আত্মীয়তার বাঁধন ।
নিজের প্রয়োজন মুখ্য
বাকি সব তুচ্ছ ।
মানুষ হয়ে অন্য মানুষ কে কর
কঠাক্ষ্য আর তুচ্ছ তাচ্ছিল্য।
নির্বোধ তুমি
এ যে নিজের ই অপমান।
মানুষ আমরা
সব যেন গুলিয়ে ফেলছি।
অতি আস্কারায় পথ ভুলেছি
তবুও ফিরতে হবে
দুই দিন আগে আর পরে
অন্ধকার মাটির ঘড়ে।
থেকে যাবে সব
শুধু যাবে কর্ম
ভাল এবং মন্দ।