দিন বদলের হাওয়া
বদলে যাওয়া মানুষ গুল
ভুলে গেছে নিতি আর চরিত্র কথন ।
আধুনিকতার দোহায়ি দিয়ে
করছে সব যা ইচ্ছে তাই ।
স্বার্থবাদী না শুনে মানবিকতার জয় গান
ধর্মের অমিও বানি আজ পানসে ।
ছদ্মবেশী ভোগবাদি আর
বাহারি রকমের শরিরি পসরায়
বাজার সয়লাব ।
হরদম বেচা কিনি চলে হর হামেশা ।
কাচা শরীরে বাজার সয়লাব
শুধু বিনিময় টা ভিন্ন ।
কেও ভালবাসার ফান্দে
আবার কেউ বা পেটের দায়ে ।
সবটাই কাপর খুলার ধাঁদা
শুধু জায়গা টা ভিন্ন ।
কেও আলো-আঁধারের নিয়ন আলোয়
কেও বা ঝুপটি ঘরে ।
অন্ধকার নেমে এলে
পাগল প্রায় হায়নার দল ।
কাচা শরীর টা খুবলে খায়
আদিম সুখের নেশায়
কি ভয়ংকর সেই সুখ
আহ…… সুখ......।