ফজরের আযানের সাথে ভেসে আসে
একটি শোক বার্তা ।
আদি বার্তা প্রতিদিনই নতুন ,
ফিরে-ফিরে আসে যখন-তখন
পরিচিত রুপে ভিন্ন-ভিন্ন উপলব্ধি তে
কাছে কিংবা দূরের ...
শেষ নিঃশ্বাস ত্যাগের খবর ।
আজানা আশঙ্কায় মনের উপর শোকের ছায়া
হাঁহাঁ করে উঠে বুকের ভিতরটা
বিদায় সবসময় ই বেদনার ।

মধ্য রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”
পরিবার পরিজনের মাঝে চাপা কান্না
বলতে না পারা কথার পাহাড়
চেপে বসেছে বুকের উপড়
দম বন্ধ হয়ে আসছে
নিঃশ্বাসে ভারী বাতাস
শুধু হাহাকার চিৎকার
শূন্যতা ভুবন জুড়ে ।
ভোরের আলো ফুটলে
বিদায়ী যাত্রা র আনুস্থানিকতা শুরু
শেষ বিদায়ে উপচে পরা ভীর
আত্নিয়-অনাত্মীয় ,পরিজন-প্রতিবেশী,
শত্রু-মিত্র এক কাতারে ।

বড়ই পাতা গরম জ্বলে
শেষ গোসল শেষে...
সফেদ সাদা কাফনে
আতর গোলাপের সুগন্ধি মেখে
শেষ যাত্রা র প্রস্তুতি সম্পন্ন ।


পরিজন আরেক বার...
জান্নাতি মুখখানা দেখতে চায়
মন তো কোন বুঝ মানে না
অনেক কালের আদরের মুখ খানা
আর দেখতে পারবে না
এ যাত্রা না ফেরার যাত্রা
কত প্রশ্ন কত জিজ্ঞাসা
উত্তর মিলে না ।

আজান বিহীন নামাজ শেষ
ঋণ মুক্তি, ক্ষমা প্রার্থনা শেষে
মোনাজাতে নাজাত,কবরের আজাব মাফ
জান্নাত বাসি কামনায়
মহান আল্লাহর কাছে বার্তা প্রেরণ ।
আমীন...।।
যেখানে ই শেষ
সেখান থেকেই নতুনের শুরু
এ যাত্রা অনন্তকালের ...।।