বাতাস আর নুনা জলের খুনশুটি।
সাগর আজ ভীষন আবেগি।
মিস্টি বাতাসের মন ভুলানো সুর,
আমার হারিয়ে যেতে ইচ্ছে করে
তোমার হাত ধরে ।
দূর কোন অজানায়....
সেদিনের সে আবেগ ঘন দিনে
দাড়িয়ে ছিলাম তোমার মুখোমুখি
শত অভিমান ভুলে।
তোমার উদাসি মনের হিসেবী চাহনি
দেখতে পারনি, শুনতে পারনি।
কত কথা, কত অভিমান জমানো ছিল।
নিস্প্রাণ হাসির আড়ালে।
তুমি জানলে না
আমি তোমার কত আপন
হাত বাড়ালেই ছুঁতে পারতে।
দূরত্ব ছিল....
মনের সাথে মনের
শুধু শরীরটা পাশা-পাশি।
মন মানে না!
তুমি নও আমার সেই জনা।