ওগো শুনছ আঁধার
মধ্যরাত তোমায় বলছি
বিলাপী সুরে মোর আর্তনাদ ।

কোথায় কবে তোমায়
সঙ্গী করেছি মোর একাকী জীবনে  
এখনো তুমিই মোর বেশ চেনা ।

তোমার গড়ন আমার বেশ লাগে
তোমার চাঁদ বদন মুখ
ঠোঁটের কনে এক চিলতে হাঁসি
আমার বিনিদ্রার কারণ ।

মাঝে মাঝে মধ্যরাতে
চাঁদের আলোয় ঝলসে যাওয়া
তোমার গাঁ ......যেন
রুপালি অলংকারে ভাসছে ।
জোনাকির লাল আলো  
তোমায় করছে মায়াবতি ।

তুমি মায়াবিনী ,তুমি সর্বনাশী
তোমাকে বিনা জীবন আমার
শুন্য মরুভূমি ...।