মানুষ শুধু মরে আর মরে
মরণে ই কি মুক্তি?
দেহ ত্যাগ মানেই নয়তো মরন।

প্রান থাকতে ও মরন হয়
যখন জীবন থমকে দাঁড়ায়
নিরাশার পানে দুহাত বাড়ায়
খুঁজে নাপায় প্রিয়জন
তখন মরে যায় মন
প্রান ভাসে বাতাসে ।

মানুষ মরে বার বার মরে
যখন দেয়ালে পিঠ ঠেকে যায়
ফুরায় যায় সব প্রয়োজন
হারিয়ে যায় প্রিয়জন
ভির করে দূর আশা।

আপন আপন ভাবি যারে
সেতো আপন নয়
প্রয়োজনে প্রিয়জন মোর
হাত-পা চার খানা ।

মানুষ আমি…
মরণ নাই দেহ ত্যাগে
আছে ইহকাল-পরকাল
পাপ-পুন্নি।
বিস্তর হিসাব-নিকাশ
স্বর্গ – নরক।
আমার নাই মুক্তি ।