প্রকৃতির নিস্তব্ধতা ভেঙ্গে
চোখ মেলতে ই দেখি
আলোকিত এক ভুবন ।
রবির কিরণে আলোকিত ভুবন
জীবন আলোকিত জ্ঞানে ।
গুটি-গুটি পায়ে হাটতে শিখি
তৈরি হয় নতুন পথ
জ্ঞানের আলোয় আলোকিত জীবন
সৃষ্টি করে নতুন মত ।
পথে-পথে খুঁজে ফিরি
নতুন কোন পথ ,
মত ই সম্বল ।
কৈশোর যায় খেলে-দুলে
তারুণ্যে উচ্ছল জীবন
যৌবন আমার হীরক রশ্মি ।
হঠাথ আলোয় পথ যেন না টুটি
যা হবে অর্জন বেলা শেষে
সেটাই তোমার প্রাপ্তি ।
জীবন- যৌবন শেষ হবে
দুদিন আগে পরে
আলোকিত কর জীবন
সৎ সুন্দর পথে ।