আম্মু জানো?
সন্ত্রাস! এটা কোন ধর্মও নয়, বর্ণও নয়, মানবতার এক পচন
যখন তখন বোমাবাজি - খুনোখুনি তীব্র রণাঙ্গন।
ভয়ের কাছে জিম্মি মানুষ, বড় অসহায়
চোখের সামনে হত্যা, শুধু শুধুই রক্ত ঝরে যায়।
.
সন্ত্রাস বিকৃতিরই পোকা, এরা সমাজের ঘুন
ছড়ায় শুধু ঘৃনা আর হিংসার আগুন।
জ্বালায়। জ্বলে দাবানল জ্বলে
আম-জনতার সুখ শান্তি যায় যে রসাতলে।
এরা হলো দিন দুপুরে বোমাবাজি করে
আগুন পুড়িয়ে মানুষ মারে।
দিশেহারা বোধ যখন ডুবে যেতে থাকে
বিপন্ন মানবতা তবু দ্বার খুলে রাখে।
কিছু স্মৃতি, কিছু ধ্বনি, কিছু সুর কথা
মায়াবী সীমানা আঁকে সামাজিক প্রথা।