মানবতা আজ পদদলিত
বুড়িগঙ্গার জলে ভেসে আসা
নোংরা দুর্ঘন্ধ পানির মতো রোহিঙ্গাদের লাশ,
হিংসার দাবানলে
পরস্পর ক্রোন্দলে
মানবতা অাজ ছেড়া কাথার নিচে বসবাস।
এতো অসভ্যতা, এতো পাশবিকতা
কোন ভাষায় করা যায়না অালাপ,
মুখ পুরে বমি আসে
দেখে মানবতার কার্য্যকলাপ।
মানবতা আজ ১০০ বছরের বুড়োর
শরীরের ভাজ ভাজ চামড়া
ক্ষমতা যাদের, আজ মানবতা তাদের
ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো
মানবতার বুলি আওড়াই আমরা।
জুলুম - অনাচারে আজ
মানবতা নামক শব্দটি বন্দি,
চারদিক রক্তপাত
মুসলিমদের করছে ধূলিসাৎ
তাগুত শক্তি আজ এক হয়ে সন্ধি।
পুরো পৃথিবী জুড়ে আজ
হাহাকার অবিচার,
মানবের আজ বুকফাটা চিৎকার,
অবাক হয়ে যায় মাসুম বাচ্ছা
দেখে মানবতার কারবার।
হিংস্র পশুরা আজ ভেজায় খুশি
দেখে মানবতার আচরন।
মানবতা বলতে নেই কিছু
ধর্ম- বর্ণ -ই মূল কারণ।
সৃষ্টিসেরা জীবের কী অদ্ভুত নিষ্ঠুরতা
শিখে উঠেছে এ কেমন হিংস্রতা,
বই পুস্তক রেখে বনে এসে দেখে যাও
আমাদেরও ভিতরে আছে মানবতা।