(সকল গার্মেন্টস শ্রমিক ভাই বোনদের উৎসর্গে)
.
গার্মেন্টস ইন্ড্রাস্ট্রিতে কনস্ট্রাকশন সাইটে চাকুরী করার
সৌভাগ্য হয়েছিল মোর,
দুনয়নে দাঁড়িয়ে দেখেছি
চাকুরীর জন্য শ্রমজীবীদের কত দৌড়।।।
.
গায়ে ঘতরে খাটা শ্রমের বিনিময়ে
দেশের অর্থনীতির চাকা রাখছে সচল,
অথচ তারা মানুষ হিসাবে
এদেশেতে সবচেয়ে অচল।।।
.
স্বল্প আয়ে কঠিন পেশার
গার্মেন্টস শ্রমিক যারা,
ভোর ৫: ০০ টায় শুরু করে
জীবন যুদ্ধ তারা।।।
.
বাড়তি আয়ের ওভার টাইমের জন্য
যাতায় হয় পৃষ্ট,
তবুও তারা গালি শুনে
বসদের কাছে নিকৃষ্ট।।।
.
সুই সুতা নিয়ে পড়ে থাকে
সকাল থেকে রাত,
কখনো কখনো ক্লান্ত দেহ ঘরে ফিরে
না খেয়ে বিছানায় হয় কাত।।।
.
ঘুম আসেনা পেটের ক্ষুদায়
হয়নি বলে রান্না,
রাত পোহালে সকালে খাবে কি
এই ভেবে করে কান্না।।।
.
উৎপাদনের লক্ষ্যমাত্রা
দেওয়া থাকে তাদের,
বেলাশেষে বুজে নিবে
ফ্লোর ইনচার্য এদের।।।
.
উঠতে বসতে শুনে এরা
ফ্লোর ইনচার্যের গালি,
গালি শুনে হিমশীতল হয়
ওদের রক্তনালি ।।।
.
মাস শেষেও পায়না বেতন
পকেট থাকে ফাঁকা,
কীভাবে দিবে ঘর ভাড়া আর দোকান বাকী
সারারাত ভাবে একা।।।
.
বাড়ি ভাড়া মুদি দোকান
কেউ দিবেনা রেহাই,
কষ্টের জীবন চলে এভাবে
সুখ নাহি সেথাই।।।
.
বাড়ি ওয়ালা ঘর খালি চায়
থাকতে দিবেনা আর,
বাড়ছে ঋণ হচ্ছে দেনা
টাকার পাহাড়।।।
.
সবার কাছে হয় প্রতারক
কেউ বলে চোর,
তাদের জীবনে আধার শেষে
আসেনা আর ভোর।।।
.
ভালো থাকা ভালো খাওয়া
নেইতো সুযোগ তাদের,
কম বেতনের টানাটানিতে
মাস চলছে যাদের।।।
.
জুটেনা যেন কপালে ওদের
শখ মেটাবার ইচ্ছা,
ভাগ্যে ওদের সাথে করে
নিত্য নতুন কিচ্ছা।।।