এক ব্যাগ রক্তের কারনে যদি
বাচাঁতে না পারি একটি প্রান
মনুষ্যত্বহীন মানুষ সেইতো
পশুর সমান।
এক জনের রক্তেই গড়ে উঠে
অন্যের জীবন
রক্ত-ই তৈরী করে আত্মার বাধন,
সেচ্ছায় রক্ত দাতার সংগঠন
মানুষের পাশে ফাউন্ডেশন।
.
যার রক্ত দিয়ে-ই আলো দেখে
অসুস্থ নর নারীর প্রান,
সেই রক্তদাতা-ই হলো
পৃথিবীর বড় সৈৗভাগ্যবান।
.
এক ব্যাগ রক্ত অমূল্য রতন
হিংসা-বিদ্বেষ ভুলে, ধর্ম বর্ণ নির্বিশেষে
এসো গাই মানবতার গান,
যদি নিঃস্বার্থভাবে কোন কাজ করতে চান
অসহায় রোগীকে সেচ্ছায় করুন রক্তদান।
.
মুমূর্ষ রোগীর জীবনের আহবানে
এগিয়ে আসুন সেচ্ছায় রক্তদানে।
রক্তদান কি তখনই বুঝবে মন
যখন আপনজনদের কারো হবে প্রয়োজন।
.
রক্তদানে কোন অজুহাত নয়
সময় এবং দুরত্ব কিছু নয়।
আসুন সচেতন হই, করি রক্ত দান
আমার রক্তেই যদি বেঁচে যায় একটি প্রান
আল কোরআনে আল্লাহ বলেছেন
সমগ্র জাতির জীবন বাচানোর সওয়াব করবেন দান।
তাইতো বলি,
আসুন রক্ত দিন, অন্যের জীবন বাঁচান
হোক আজ এই অঙ্গীকার।
রক্ত দিয়ে আর্ত পীড়িতের সেবা
নিশ্চিত করি মানবের বাঁচিবার।