আজ অন্য কেউ , কালকে আমি, পরশু অাপনি
এভাবে আর কতদিন?
কি !!!!!!!!
কিছু বলতে ভয় পাচ্ছেন?
ওহ আচ্ছা আপনিতো কাপুরুষ
এভাবেই চলতে থাকবে
চক্ষু খুলে, হাতের মুস্টি উঠিয়ে
প্রতিবাদ করবেননা যতদিন।
.
দিন বদলেছে, বদলেছে শোষণের ধরন
আগে সত্য বললে চাকরি চলে যেত
আর এখন জীবন চলে যায়
নাই কোন নিরাপত্তা নাই !!!!
.
ব্যাথা লাগছেনা অন্তরে আপর
কারণ !!!!!
সেতো আপনার ভাই নয়
নয় চেনা জানা কেউ,
যার চলে গিয়েছে মানিক রতন
তাকিয়ে দেখেন তার দুনয়ন
বইছে অঝরধারা ঢেউ।
.
দলমত পার্থক্য থাকতেই পারে
মানুষ আমরা এটাই আসল পরিচয়,
তবু কেন হিন্দু মুসলিম খ্রিষ্টান এত ভেদাভেদ
দেশের স্বার্থে কেন সবাই এক নয় ?
.
কেউ যদি হয়ে থাকে রাষ্ট্রদ্রোহী
বিচার চলবে সাংবিধানিক ধারাতে,
শহীদের স্বপ্ন ধুলিস্যাৎ করার অধিকার
অাপনাদের দিয়েছে কে ?