হঠাৎ___
বছর তিনেক পর করলে তুমি ফোন,
নীরব কন্ঠস্বরে! কেমনে আছো তুমি?
বললাম হেসে আমি অবশেষে,
দিব্যি আছি বেশ আমি!
চাঁদ ঘুমিয়ে যাওয়ার ফাঁকে,
ভোর হলেই সূর্য আমায় ডাকে।
শেষ হয়েছে কি তবে তোমার বেলা,
চোখে নতুন করে স্বপ্ন করে খেলা।
নিজের  কথা মনকে শোনাই,
একলা রোদে চোখ শুকাই।
আকাশ ভর্তি সাদা মেঘ ছুটে চলে নিশিদিন,
যতটা পূর্ণ থেকেও শূন্যে ছিলাম একদিন।


আবার তুমি বললে হেসে,করছো কি আজকাল?
বললাম হেসে আমি অবশেষে, আগের মতো হাল।
বলেছিলে তুমি কী আর হবে? তোমাকে দিয়ে,
সেই এখন আমার, ডাক পরে অনেক কাজ নিয়ে।
আমি আজ সত্যি কৃতজ্ঞ শুধু তোমার উপর ,
কারণ তুমি ছাড়া আমিও আজ আত্মনির্ভর।
পাহাড় সমান স্বপ্ন বুনেছি,
এখন তাদের পিছনেই ছোটাছুটি করছি।
আমি নিজেকে হারিয়েও শান্তি নিয়ে এসেছি।
আর মুক্ত কন্ঠে  উল্লাস করে বলি, শুনছো পৃথিবী__
শুনছো__
আমি আবার নিজেকে নতুনভাবে ভালোবেসেছি।


আবার তুমি বললে হেসে, ভালোই আছো তাহলে,  
বললাম হেসে আমি সবশেষে, তবে তুমি! কি ভেবেছিলে?
জাতির বিভেদ থেকেই জেনে গেছি,
আমি আমার হইতে মুক্তি পেয়েছি।
ঘুরবো আমি পথে পথে অসুখ নিয়ে
পালিয়ে রবো আমি সদাই লোকজনের ভয়ে
শূন্য পৃথিবী আর নদী,সমুদ্দূরের কাছে
নই ক্লান্ত আমি স্বপ্ন মায়াজালের  মাঝে
এখন মানুষের ভিতর মানুষ খুঁজে ফিরি রোজ,
আবার কোন খবরের শিরোনামে না থাকুক গৃহবধূর প্রেমিক নিখোঁজ।