দরিদ্র মায়েরা স্বপ্ন দেখে,
তাদের ছেলে মেয়ে কে ঘিরে।
ঘুচবে তাদের অভাবের জ্বালা,
স্বাচ্ছন্দ্য আসবে বুঝি ফিরে।।
হাজারো আশায় বুক বেঁধে ছিল,
যে বেকার যুবক যুবতী ।
সমাজ চলে নিজের তালে,
আজ মিছিলে তাদের দুর্গতি ।।
গরীব ছেলের স্বপ্ন গুলো
হয়েছে আজ এলোমেলো,
ইউনিভার্সিটির কাগজ গুলো,
আজ ভাঙ্গাচোরা বাক্সে বন্দী।
চিলেকোঠা থেকে আওয়াজ ওঠে,
অভাব তাদের নিত্যসঙ্গী।।
লাখো মানুষের মিছিল চলে
গরিবী হটাও নেতা বলে,
সাদা পোশাক পরিধান করে
মন টা তাদের বেজায় কালো,
তবুও এখন যুবা যুবতী ভাবে
আসছে দিন টা কাটবে ভালো।
মিথ্যে কথা মিথ্যা বুলি
আকাশ কুসুম প্রতিশ্রুতি ,
এখনও হাজার স্বপ্ন বুনে চলে
বেকার যুবক যুবতী।
সহনশীল বেকার যুবা'রা আজ
দেখছে তারা সবকিছু,
সময় হলেই রুখবে তারা
হটবে নাকো পিছু।
ভাবছো তুমি হয়েছ নেতা
ভবিষ্যতে কাটবে ফিতা,
সাজানো রঙীন মঞ্চে দাঁড়িয়ে
তোমার দেওয়া মিথ্যে প্রতিশ্রুতি ,
দিন বদলের ঠিক হিসেব নেবে
আজকের বেকার যুবক যুবতী ।।