ছিল আমার ভারত যখন স্বন লঙ্কার পাসে ।
সুসজ্জিত আমি ছিলাম রাজ সিংহাসনে বসে ।।
এলো যখন মশার দল কাঁপি থরো থরো ।
অস্ত্র বিনা ছিলাম আমি অস্ত্র এনে ধরো ।।
মশা এসে বসল এবার ভারতের বুকে ।
জমানো রক্ত খেলো এবার মানুষের কাছ থেকে ।।
শহীদ হয়েছে অনেক রক্ত দেশ উদ্ধারের কাজে ।
আমি তাদের প্রণাম জানাই আমার হৃদয় মাঝে ।।
লড়েছিলেন কত বিপ্লবী মশা তাড়ানোর কাজে ।
সফল হয়েছে আজ ভারত স্বাধীনতা হাতে আছে ।।
স্বরণ করি আজও তাদের যাঁরা আজও স্বরনাগত ।।
মনের বিদ্বেষ ভুলে গিয়ে নতুন শিশু কে জানাই স্বাগত ।।
৯ই আষাঢ় ১৪২১ বঙ্গাব্দ।