একে একে আসে          
                 ধীরে ধীরে যায়।
এ পৃথিবীর ধায়
                  বংশ পরম পরায় ।।
চলে বছর বছর
                  জীবনের সঙ্গ ধরে ।।
স্মৃতি থাকে মোর  
                   অদূর কবরে ।।
স্মরণ আছে তাই  
                   প্রদীপের আড়ালে ।।
অন্ধকারের কুঠুরি
                 নীরবতার গোধূলি ।।
জীবনের শঙ্খধ্বনি  
                পৃথিবীতে বাজে ।।
মৃত্যুর পদধূলি
                রঙ্গিতে পোয়াইবে ।।
দেশের অন্ত আমি
                এই দেশে তে শেষ ।।
যুগের অন্তর যামী
                যুগান্তরেই শেষ ।।