হে ভারত কেন তুমি  সর্বনাশা খেলায় মেতেছিলে জীবন প্রহর,
ধিক্কার ধিক্কার শুধু তোমার উপর।
ভুগিতেছে কত মানুষ ,
মরিতেছে কত জীবকূল।
তোমার এই লাঞ্ছনা বইবে কে কতদূর ?
সকাল হতে সন্ধ্যা,
জীবন হবে বাঁধা,
নেই তো নীরবতা কারো মনে ,
তুমি কী জান না,
এ তুমি কী করিতেছ , গরীব দুঃখীর মনে।
যাদের দয়ায় পাচ্ছো তুমি সুখ,
তাদের পরে মারছ লাথি ,
এ-বা কোন যুগ ?
আসছে সময় এবার,
কারো নেই কো নিস্তার ।
ধংস হবে পৃথিবী এবার,
ভারত হবে মলিন দুয়ার।