মনে রেখো একদিন চিলেকোঠা হবে তোমার পৃথিবী,
বলি রেখা পড়ে যাবে তোমার মুখে।
অশ্রুসিক্ত নয়নে ঘোলাটে চশমা চোখে।।
ধূলি ধূসর স্বপ্নগুলিতে চাপা পড়ে থাকা,
হৃৎপিণ্ডের শব্দে বন্দী, কষ্ট নামক শব্দেও অবস্থিত শুধু তুমি,
তখনই পড়বে মনে আমারও কথা খানি.....
হাতে পুরোনো দিনের চুড়ি, দাঁতে ব্যথা, পিঠে ব্যাথা,
গ্যাস্ট্রিক, আলসার, চারপাশ ঘিরে বংশধর একগাদা ...
হয়তো সেদিনও চিবুতে চিবুতে পান খানি,
তখনই পড়বে মনে আমারও কথা খানি .....
নরম তুলতুলে দুই গালে চামড়ায় ভাঁজ পড়বে,
স্ব-টান দেহ একদিন কুঁজো হবে,
মেহেন্দি লাগানো ব্রাউন কালারের চুল সাদা হবে,
স্মার্টফোনের বদৌলতে হাতে শক্ত লাঠি থাকবে...
তখনই আমারও কথা খানি মনে পড়বে....
যত্নের অভাবে বুমেরাং আহাজারিতে, তোমার অস্তিত্ব ছিন্নভিন্ন হয়ে যাবে,
বুকে যখন দহন লাগবে; এই বুকের আশ্রয় খুঁজে দিশেহারা হয়ে যাবে।
অযত্নে ভালোবাসার বলিদান হবে; তখনই পড়বে মনে আমারও কথা খানি .......
যদি কোনো এক বসন্তে হোক,বা বর্ষায় হোক,
বিচ্ছেদের এই শরতে হয়তো আমায় মনে পড়ে,
ঠিকই...কাল পেরিয়ে, মহাকাল কে মাড়িয়ে ।
নষ্ট প্রেমের গল্প তোমাকে ঘুমোতে দিবে না,
জাগিয়ে রাখবে শুকতারার সাথে,
সেদিন তোমার আফসোস হবে,
হয়তো পড়বে মনে আমারও কথা খানি......
যদি কোনো গ্রীষ্মের তপ্ত দুপুরে আমায় মনে পড়ে,
চলে এসো...চলে এসো তোমার ইট-সিমেন্টের
প্রলেপ দেয়া নষ্ট শহর ছেড়ে আমার ছোট্ট কুটিরে
আমরা হয়তো আলাদা হয়ে গেছি, হয়তো হইনি,
হয়তো বা আমরা কখনোই এক ছিলাম না... কোনদিন না,
হয়তো আমি ভুলে যাবো, হয়তো তুমি, নয়তো দুজনের কেউই না...তবুও,
তবুও ...
যদি মনে পড়ে আমারও কথা খানি.......
ভালো করে মনে রেখো,
একদিন ভুলে যাবে তোমার শহর তোমাকে,
ভুলবে না...কখনোই ভুলবে না... আমার গাঁয়ের প্রতিটা ধুলিকণা,
দীঘির প্রতিটি জল বিন্দু, গাছপালা,খাল, বিল।
আজও তুমি ফিরে এসে দেখতে পাবে আগেরই মতন,
প্রতিটা গাছের পাতা সাইনবোর্ড-ব্যানার এর আকার নিয়ে।
তোমায় স্বাগতম জানাবে... আর বলবে,
তোমায় অভিবাদন প্রিয়তমা...অভিবাদন...