অনেক মাস চলে গেছে,
কেউ বলেনি কথা.
ভ্রমর এসেছে মধু আহরনে,
তাকে ঘিরেছে লতা.
অনেক কথা বলার ছিল,
বলতে পারিনি আমি.
খায়নি মধু আজ ও ফুলে,
আমি সেকথা জানি.
না বলা কথা সব,
হৃদয়ে জমেছে বাথা.
জীবনানন্দের কাঁদে সেই,
সেন বনলতা.
তাকিয়ে আমি সপ্ন দেখেছি,
সত্যি হয়নি আজও.
নির্মান হচ্ছে মহল বাড়ি,
শেষ হয়নি কাজ ও.
এ জীবন বিলীয়ে দিলাম,
শুধু হীরার খোঁজে.
যেমন ঘুরে বাজপাখি,
শুধু শিকারের খোঁজে.
শুধু কথা বলিলে,
আসেনা সজনী.
রক্তে দেশ ভেসে যাক,
চায়না কারো বঙ্গ জননী.