আমি গরীব মায়ের মেয়ে
গায়ের রঙটা কালো;
থাকতো যদি অগাধ টাকা
বাসতো সবাই ভালো!

আমার দু'চোখে নেই কোনো আলো
তবুও সবাই বলে আমি নাকি অনেক ভালো।

আমার মাথায় অনেক চুল
খোপায় গোজা কদম ফুল;
দেখতে আমি মোটামুটি
কাজে-কর্মে ফাটাফাটি।

খাই কিন্তু অল্প করি শুধু গল্প।

গায়ের রঙটা কালো বলে বাসেনা কেউ ভালো।