তোমারই ডোরে বাঁধিয়াছি মনোরথ
অদ্যাবধি ঘুরছি তবুও অপূর্ণ
এই উপবৃত্তাকার পথ।
হে ভানুমতী তুমি খেলিছ নিঠুর খেলা,
বহুদূর হতে চলে তোমার প্রেমলীলা,
তুমি কাছে নাও, আরোও কাছে নও
তুমি দূরে ঠ্যালো, বহু দূরে নও
কী মহাটানে তোমার বাঁধনে
করি আছি ভর,
দূর হতে জ্বালাও পোড়াও,
নিঠুর এ খেলাঘর।
তোমারই প্রণয়ানলে
শত কোটি বছর ধরে
জ্বলছি আমি প্রেম রোদ্দুরে।
মহাবিস্ফোরণ হতে ,
তুমিও অজানা প্রেমের পথে
চলিছ আজো নিরবধি,
অধরা তুমি এ জনম রথে,
জ্বলছি আমি প্রেমানল পথে
জ্বলব মহাপ্রলয় অবধি।