মাগো যদি জানতাম তুমি এভাবে যাবে চলে
আরও একটু জায়গা করে নিতাম চরণতলে
আরও কিছুক্ষণ, সময়-অসময়ে সন্ধ্যা সাঁজে
তোমার বাহু জড়িয়ে নিতাম শূন্য বুকের মাঝে
আরও অনেকটাক্ষণ নিষ্পলক নিভৃতে,
তাকিয়ে থাকতাম তোমার মায়াবী দুই নয়নে,
আরও অনেকটাক্ষণ নির্ভাবনায় ঘুমিয়ে নিতাম,
তোমার স্নিগ্ধ কোমল মায়াময় আঁচল তলে
আরও কয়েক কপাল চুমু চেয়ে নিতাম
আমার দুর্বিষসহ যন্ত্রণা ভরা ললাটে
পরশে তোমার আমার সকল শোক হত সুখ
পরিতৃপ্ত হতো আমার দুঃখভরা এই বুক।