সময় তোদের ভালোই যাচ্ছে,
হয়তো আগের চেয়েও ভালো
তোদের সব আঁধার কেটেছে
ঘরে জ্বলেছে আলো।
ঘরের মানুষ যখন দূরে ছিলো
আমরাই ছিলাম ঘর,
কষ্টরা যখন ঊঁকি দিতো,
আমরাই হতাম পর।
এক যে ছিলি গল্পের সাথী
মুখ ভরা তোর ছিল হাসি
গল্পে গল্পে খেলতো সুর,
সেই সুর আজ নীরব বহুদূর।
এক যে ছিলি পরাণের পাখি
না দেখিলে তোরে কাঁদিতো আখি,
নাদেখিও সেই তনয়ের রূপ
ভালোবাসারাও কি পাইলো ছোট?
একি বালিশ ছিল গাঁথা,
দুটি বৃক্ষের দুটি পাতা,
আজ সে দূরে খুব
মনে চাপা আজ অনেক খোব।
অনুজ ছিলি যেন সহোদর
কত আশা দিতি ঝারের পর,
আজ যেন ব্যবধান দুই মেরু
বুকটা আজি কাঁপে ধুরো।
কত বছরের জোড় মোদের
কত স্মৃতির সাক্ষ্য তুই
বিদায় দিয়ে ওদের
তুই চলে গেলি বল কই?
হয়তো তোরা ভালোই আছিস
আগের চেয়ে ভালো
পাগোলটা তোদের বেঁধে রেখেছে
স্মৃতিঘর করে আলো।
হয়তো তোরা ভালোই আছিস
আমার চেয়ে ভালো।
০৫/১১/২০২০ ইং
তাজপুর, সিলেট।