একদিন বেলা ফোরাবে,
পাহাড়ের প্রাণোচ্ছল সরব ঝর্ণা ধারা
দীর্ঘ  ক্লান্তি নিয়ে নীরবে সাগরে মিলাবে,
আপন স্বত্ত্বা অতল সমুদ্রে হবে বিলীন,
পাড়ি দেয়া আঁকাবাঁকা বর্ণিল সেই পথ
হবে সমাপ্ত, থেমে যাবে জীবন নদীর রথ

একদিন বেলা ফোরাবে,
আশা-নিরাশায় যবে আর প্রভেদ রবেনা
অহংকারেরা আপনাতে পদদলিত হবে
সব হিসাব শেষে ক্লান্তি আসবে শূন্যতার ভারে
শুধু ভালোবাসার খাতায় জমবে ঋণ,
দুঃখ-সুখেররা সময়ের কাছে হবে লীন।

একদিন বেলা ফোরাবে,
জীবনের যত রঙ সব ধুয়ে মুছে যাবে,
সীমাহীন পথও  সীমায় পৌছবে
এই সৃষ্টি রাজ্যে রবেনা যবে কোন আরজি
আধারের সাথে হবে পরাজিত আলোর সন্ধি,
হৃদয় কোণে শুধু ভালোবাসাখানি রেখো বন্দী।

০৫/০৫/২০২২
সোহাগপুর, আশুগঞ্জ