মানুষ হিসেবে দম্ভ করার কি আছে আমার বল
জন্ম ও শৈশব আমার যেন জীবন্ত বস্তুর মতো
পরমুখাপেক্ষী হয়ে এই পৃথিবী আগমন আমার
অন্যের করুনা হীনে নেই সামর্থ বেঁচে থাকার
চলন, বলন, বাসন, কিংবা ক্ষুধার আহার
কোন কিছুতেই ছিল না সক্ষমতা আমার
পক্ষাঘাতগ্রস্ত রোগীর মত কাটতো সেই দিন
বেঁচে থাকার অধিকার টুকু ছিল পরাধীন,
দম্ভকরার নাই কিছু, আছেশুধু অপূরনীয় ঋণ।
মানুষ হিসেবে দম্ভ করার কি আছে আমার বল?
যে যৌবনের বড়ায় আমার, তা রবেকি কালও?
যে শক্তি সামর্থের অহমিকায় ঔদ্ধত এই আমি,
সে আমার অনুগত দাস নয়, যদিও নামানি।
নীরোগ থাকার নিশ্চয়তা দেবেনা কেউ আমায়?
সদনশালে কাল হতেও পারে বেঁচে ফেরার লড়াই,
এই জীবনের চাবিকাঠি আমার হাতে নাই,
এই বিস্তর মহাবিশ্ব ক্ষীন জীব, আমি অসহায়
এই সংকীর্ণ জীবনে কারোই দম্ভ করার কিছু নাই।
আজিকার শৌর্যবীর্য, কাল হবে পদদলিত,
কুচকুচে কালো চুলে আসবে সাদা ছাপ
আজিকের সুউচ্চশির বয়সের ভারে হবে নত,
সুঠাম দেহে আসবে নেমে বার্ধক্যের ক্ষত,
জীবন যন্ত্র এক দিন হবে বিকল জঞ্জাল
মুখথুবড়ে পড়ে থাকবে যৌবন খেয়ার পাল,
সেদিন বেঁচে থাকা না থাকার গুরুত্ব হারাবে,
কালের গর্ভে হবো বিলীন, হারিয়ে যাব অজানায়,
জেনে রেখো ভাই, আমাদের দম্ভ করা কিছু নাই।
৩০/০৮/২০২৩
বিশ্বনাথ, সিলেট