আমি আত্ম বিমুখ হয়ে, নিজেকে রাখি লুকিয়ে
আমার বিবেকের ঘরে সাগর-রুনিরা হাঁটে
প্রশ্ন তাদের একটাই মেঘেরা কেনো কাঁদে?
আমি নত, নত শিরে লজ্জা তে মুখ ঢাকি।
আমার-ই হীনমন্যতা কোথায় লুকিয়ে রাখি।
তনুরা একবার এসেছিল সেই ঘরে,
রক্ত বেচতে, আমি রক্ত কিনি বল কি দিয়ে?
তার রক্তাক্ত পায়ে প্রণাম করে,
বললাম বোন ক্ষমা করে দিস মোরে।
বিশ্বজিতেরা কি অভিমানে
করে ঘুরা ফেরা বিষন্ন মনে,
আমিও দেখেও না দেখার ভান ধরি,
তাদের মায়ের অশ্রু দাম শুধিব কেমন করি।
আবরারেরা আসে প্রায়শই ভাঙা স্বপ্ন নিয়ে হাতে
কত শতবার মুখ ফিরিয়ে নিয়েছি তাতে,
নিজের মাথা নিজেই ঝুকায়ে
উট পাখির মতো থাকি লুকায়ে,
শুধু দায়সারা সহ মর্মী দৃষ্টিতে তাকায়ে।